দুই সপ্তাহের মধ্যে জাতীয়করণ চান বেসরকারি প্রাথমিক শিক্ষকরা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২০, ০৭:১৯ PM , আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২০, ০৭:১৯ PM
বেসরকারি প্রাথমিক বিদ্যালয় দ্রুত জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন শিক্ষকরা। আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আন্দোলনকারীরা জানান, তিন ধাপে ২৬ হাজার ১৯৩টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়েছে। আত্তীকরণ করা হয়েছে ১ লাখ ৪ হাজার শিক্ষককে। আর কোনো বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ না করার বিজ্ঞপ্তি জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
তারা বলেন, এই বিজ্ঞপ্তি হলো প্রতিশ্রুতির বরখেলাপ। দ্রুত এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। দুই সপ্তাহের মধ্যে জাতীয়করণ করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।