শিক্ষকতা করেন ঠাকুরগাঁওয়ে, থাকেন ভারতে!

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়নের রাধিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীতি রানী রায় বাংলাদেশে সরকারি চাকরি করেন। অথচ স্বামী দেবাশিষের সঙ্গে ভারতে সংসার করছেন। সবকিছু গত ১০ বছর ধরে গোপন রাখলেও করোনা পরিস্থিতিতে তার এ গোপনীয়তায় বিপত্তি দেখা দেয়।

জানা গেছে, করোনা পরিস্থিতিতে দুই দেশের সীমান্তে কড়াকড়ির জন্য জরুরি প্রয়োজনেও চাকরিস্থলে ফিরতে না পারায় ঘটনা জানাজানি হয়ে যায়। তিনি ২০১০ সালের ১৯ সেপ্টেম্বর রাধিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম যোগদান করেন তিনি। দীর্ঘ ১০ বছর যাবত তিনি মাঝে মাঝে বিভিন্ন অজুহাতে ছুটি নিয়ে যাতায়াত করেন ভারতে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রাইমারি শিক্ষক জানান, করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার সুযোগে তিনি ধরা পড়তেন না। তবে যখন সময়সীমা অতিক্রম করলেও সরকারি আদেশ অনুযায়ী তার স্কুল ম্যানেজমেন্ট কমিটি গঠন সম্পন্ন হলো না, সেটা নিয়ে নাড়াচাড়া করতে গিয়েই বের হলো থলের বিড়াল।

প্রধান শিক্ষকের বাবা জগদীশ চন্দ্র রায় জানান, বাংলাদেশের নওগাঁ জেলায় তার মেয়ের বিয়ে হয়েছে। তার স্বামী ভারতের দিল্লিতে বসবাস করেন। তার মেয়ে স্বামীর সঙ্গে এখন ভারতের দিল্লিতে বসবাস করেন। সে করোনার কারণে দেশে আসতে পারছে না। তার মেয়ে মাতৃত্বকালীন ছয় মাসের ছুটি নিয়ে তার স্বামীর কাছে গিয়েছে বলে তিনি জানান।

পীরগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মো. হাবিবুল ইসলাম গণমাধ্যমকে বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।


সর্বশেষ সংবাদ