৩৬ প্রাথমিক শিক্ষকের টাইম স্কেল নিয়ে হাইকোর্টের রুল জারি
টাঙ্গাইলের দুটি উপজেলার ৩৬ জন প্রাথমিক বিদ্যালয় শিক্ষকের টাইম স্কেল কর্তন করে ফেরত প্রদানের আদেশ ৬ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। আজ সোমবার (৩১ আগস্ট) এ সংক্রান্ত রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি তারিক-উল-হাকিম ও বিচারপতি এসএম কুদ্দুস জামানের নেতৃত্বাধীন ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ রুলসহ স্থগিতাদেশ দেন।
এছাড়াও ওই ৩৬ জন শিক্ষকের ক্ষেত্রে টাইম স্কেল কর্তন আদেশ কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী ৪ সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট বিবাদীদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্ল্যাহ মিয়া। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত।
এর আগে টাঙ্গাইল জেলার প্রাথমিক বিদ্যালয়ের ৩৬ জন শিক্ষক ২০০৯ সালের জাতীয় পে স্কেল অনুসারে ৮, ১২ ও ১৫ চাকরিকাল পূর্তিতে ১ম, ২য় ও ৩য় টাইম-স্কেলপ্রাপ্ত হন এবং দীর্ঘদিন ধরে সে সুবিধা ভোগ করেন। এরপরও টাঙ্গাইল জেলার হিসাবরক্ষণ অফিসার টাইম স্কেল বাতিল করে এসব টাকা ফেরত প্রদানের জন্য অফিস আদেশ জারি করেন।
এরপর টাঙ্গাইলের জেলা সদর ও মির্জাপুর উপজেলার তাসলিমা জাহান, সালমা খন্দকারসহ প্রায় ৩৬ জন শিক্ষক টাইম স্কেল কর্তন ও ফেরত প্রদানের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন। সেই রিটের শুনানি নিয়ে আদালত রুলসহ আদেশ দিলেন।