প্রাথমিক শিক্ষার উন্নয়নে বঙ্গবন্ধুর মতো স্বপ্ন দেখতে হবে: সচিব

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ আকরাম আল হোসেন বলেছেন, “প্রাথমিক শিক্ষার উন্নয়ন করতে হলে বঙ্গবন্ধু যেভাবে স্বপ্ন দেখেছিলেন সেভাবেই স্বপ্ন দেখতে হবে। সবাইকে মটিভেশন দিয়ে টিম বিল্ডিংয়ের মাধ্যমে কাজ করতে হবে। সমস্যার গভীরে প্রবেশ করে সমাধানের পথ খুঁজতে হবে। আর এসব কাজের জন্য প্রয়োজন সময়ের সদ্ব্যবহার করা”।

আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) ক‍‍র্তৃক আয়োজিত পিটিআই সুপারিনটেনডেন্টগণের (চলতি দায়িত্ব) অফিস ও প্রশিক্ষণ ব্যবস্থাপনা বিষয়ক অনলাইন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। গত ২৩ আগস্ট থেকে পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণ কো‍র্স শুরু হয়েছিল।

জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) মহাপরিচালক মোঃ শাহ আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মোঃ তাজুল ইসলাম, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) পরিচালক মোঃ ইউসুফ আলী, খুলনা পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট (অতিরিক্ত দায়িত্ব) সৈয়দা ফেরদৌসী বেগম, পটিয়া পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট (অতিরিক্ত দায়িত্ব) তপন কুমার দাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) সহকারী বিশেষজ্ঞ মুহাম্মদ সালাহউদ্দিন।

এছাড়াও অনুষ্ঠানে নেপের উপপরিচালক (প্রশাসন) দিলরুবা আহমেদ, কো‍র্স পরিচালক ও নেপের উ‍‍র্ধ্বতন বিশেষজ্ঞ রঙ্গলাল রায়সহ নেপের উ‍‍র্ধ্বতন বিশেষজ্ঞ, বিশেষজ্ঞ, সহকারী বিশেষজ্ঞ এবং প্রশিক্ষণের অংশগ্রহণকারী ৪০টি পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ