প্রাথমিক বিদ্যালয়ের ছুটিও বাড়লো
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৭ আগস্ট ২০২০, ০১:৪৪ PM , আপডেট: ২৭ আগস্ট ২০২০, ০২:৩০ PM
দেশে কোভিড-১৯ পরিস্থিতির কারণে দেশের সব প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মেয়াদ আগামী ৩ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার দ্যা ডেইলি ক্যাম্পাসকে দেয়া এক সাক্ষাৎকারে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আকরাম-আল-হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আজ পারস্পরিক আলোচনার মাধ্যমে এ সিদ্ধান্ত নিয়েছেন।
সচিব বলেন, বিশ্বব্যাপী মহামারী করোনার কারণে কওমি মাদ্রাসা ছাড়া দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ৩ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। আগের ঘোষণা অনুযায়ী, এই ছুটির মেয়াদ ছিল ৩১ আগস্ট পর্যন্ত। সেই মেয়াদ শেষ হওয়ার আগেই ছুটি বাড়ানোর ঘোষণা দেয়া হলো।
গত কয়েক দিন ধরেই সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল, দেশে করোনা সংক্রমণের বিদ্যমান পরিস্থিতিতে আগামী সেপ্টেম্বরেও শিক্ষাপ্রতিষ্ঠান খোলার মতো পরিবেশ সৃষ্টি হয়নি।