২৬ আগস্ট ২০২০, ২২:৪৭

২০ কোটি টাকার বই জালিয়াতি, তদন্ত করবে সংসদীয় কমিটি

  © টিডিসি ফটো

সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু কর্নার’-এর জন্য বই কেনা ঘিরে জালিয়াতি ও অনিয়মের যে অভিযোগ উঠেছে, তা তদন্ত করবে সংসদীয় কমিটি। আজ বুধবার (২৬ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

ওই ঘটনা তদন্তের জন্য কমিটির সদস্য নজরুল ইসলাম বাবুকে আহ্বায়ক করে একটি উপ-কমিটি গঠন করা হয়েছে। উপ-কমিটির অন্য সদস্যরা হলেন- আলী আজম, শিরীন আখতার ও মো. মোশাররফ হোসেন।

উপ-কমিটির সদস্য মোশাররফ হোসেন বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য বই কেনার বিষয়ে গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে সে বিষয়ে তদন্তে উপ-কমিটি গঠন করা হয়েছে।

কত দিনের মধ্যে তদন্ত প্রদিবেদন দেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, কোনো সময় বেঁধে দেওয়া হয়নি। তবে আমরা দ্রুত এই ঘটনার তদন্ত করে প্রতিবেদন দেওয়ার চেষ্টা করব।

সম্প্রতি গণমাধ্যমে আসা খবরে বলা হয়, ৬৫ হাজার ৭০০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘বঙ্গবন্ধু কর্নারে’ দেওয়ার জন্য মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের নিয়ে ৩৯টি বই কেনার অনুমতি দেওয়া হয়। এজন্য বরাদ্দ দেওয়া হয় ১৩০ কোটি টাকা। সেখান থেকে আপাতত ২৭ কোটি টাকায় আটটি বই কেনা হয়েছে।

অভিযোগ উঠেছে, এই বই সরবরাহের নামে ১৭ কোটি ৫৭ লাখ ৫৬ হাজার ৫০০ টাকা হাতিয়ে নিচ্ছে প্রকাশনা সংস্থা জার্নি মাল্টিমিডিয়া লিমিটেড। এছাড়া স্বাধীকা পাবলিশার্স নামের একটি প্রকাশনা হাতিয়ে নিচ্ছে আরও ৩ কোটি ১৩ লাখ ৩৮ হাজার ৯০০ টাকা।

এই দুটি প্রকাশনা সংস্থাই নাজমুল হোসেন নামের এক ব্যক্তির, যিনি যমুনা টেলিভিশনে সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত।

কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজারের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য  প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, আলী আজম, নজরুল ইসলাম বাবু, শিরীন আখতার, ফেরদৌসী ইসলাম ও মোশারফ হোসেন অংশ নেন।