করোনায় চাকরি স্থায়ী করার আন্দোলনে দপ্তরিদের ঢল (ভিডিও)
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরীদের রাজস্ব খাতভুক্ত করা ও কর্মঘণ্টা নির্ধারণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে। আজ সোমবার সকাল নয়টায় মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। করোনা সংক্রমণে এই সময়ে ঢাকা শহরসহ আশপাশের শত শত প্রাথমিকের কর্মচারী বিক্ষোভে যোগ দেয়।
কর্মসূচিতে সভাপতিত্ব করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীদের প্ল্যাটফর্ম ‘সংগঠন যার যার দাবী সবার’র আহ্বায়ক সাধন কান্ত বাড়ৈ।
সরেজমিনে দেখা যায়, সকাল হতে বিভিন্ন স্থান থেকে প্রাথমিকের দপ্তরিরা মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে জড়ো হতে থাকেন। সকাল নয়টায় চাকরি স্থায়ী করার দাবিতে তাদের পূর্বঘোষিত অবস্থান কর্মসূচি শুরু করে। এসময় বিভিন্ন স্থান থেকে আসা কর্মচারীরা ব্যানার ফেস্টুন নিয়ে তাদের দাবি তুলে ধরেন।
বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখছেন প্রাথমিক কর্মচারী নেতারা। তাদের দাবি, দপ্তরী কাম প্রহরী পদটি রাজস্ব খাতে স্থানান্তর, হাইকোর্টে দাখিলকৃত অধিদপ্তরের দেওয়া জবাব মোতাবেক কর্মঘন্টা নির্ধারণ, বেতন বৈষম্য নিরসন, কাজের ধরণ নির্ধারণ ও অবিলম্বে হাইকোর্টের রায় বাস্তবায়ন করতে হবে।