২৩ আগস্ট ২০২০, ১৯:৩১

প্রাথমিক শিক্ষকদের বেতন সংক্রান্ত চিঠি প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি

  © টিডিসি ফটো

জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন নির্ধারনের জন্য চাকুরীকাল গণনা ও অন্যান্য আর্থিক সুবিধাদির প্রাপ্যতায় অর্থ মন্ত্রণালয় কতৃক জারিকৃত পত্রটি প্রত্যাহারের দাবিতে ফেনী জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোট, ফেনী জেলা শাখার নেতারা।

আজ রবিবার (২৩ আগস্ট) দুপুরে কেন্দ্রীয় কমিটির কর্মসূচি অংশ হিসেবে এ স্মারকলিপি প্রদান করা হয়েছে।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোট কেন্দ্রীয় কমিটির যুগ্ন-সমন্বয়ক ও ফেনী জেলা শাখার আহবায়ক মহিউদ্দিন খোন্দকার, যুগ্ম-আহবায়ক মো. ছেরাজুল ইসলাম, মো. জসিম উদ্দিনসহ জেলা উপজেলার শিক্ষক নেতৃবৃন্দ।

এ সময়ে শিক্ষক নেতৃবৃন্দ বলেন, আজ আমাদের কেন্দ্রীয় কমিটির কর্মসূচি পালন করছি। আমাদের দাবি মানা না হলে আগামীতে কেন্দ্র ঘোষিত যে কোন কর্মসূচী পালন করবো।