০৭ জুন ২০২০, ১৯:০৮

‘হাট-বাজার সবই চলছে, স্কুল বন্ধ রেখে লাভ কী?’

বিদ্যালয়ে ক্লাস চলছে  © সংগৃহীত

সিরাজগঞ্জের কাজিপুরে বিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে ভেতরে পাঠদান করছে ‘অন্যরকম বিদ্যানিকেতন’ নামে ব্যক্তি মালিকানাধীন একটি শিক্ষাপ্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির এমন পাঠদান কার্যক্রমে ভয়াবহ করোনা ঝুঁকির মধ্যে রয়েছে শিক্ষার্থীরা। তবে বিদ্যালয়টির পরিচালক ইয়াছিন আলী জানিয়েছেন, এ এলাকায় করোনা রোগী না থাকায় শিক্ষার্থীদের কোন স্বাস্থ্যঝুঁকি থাকছে না।

বক্তব্য, ‘শিক্ষার্থীদের এখানে করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা নেই। হাট-বাজার সবই চলছে, স্কুল বন্ধ রেখে কী লাভ?’

রবিবার সরেজমিনে ওই বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানটির মূল ফটকে তালা ঝোলানো রয়েছে। মূল ফটকের সঙ্গে ছোট গেটটি সামান্য খোলা থাকলেও বিদ্যালয়টির মাঠ ও বহিরাঙ্গন থেকে পাঠদানের কোনো আলামত বোঝা যাচ্ছিল না। সেখানে বেশ কিছুক্ষণ অপেক্ষার পর একজন শিক্ষার্থী ছোট গেটটি দিয়ে বেরিয়ে আসে।

শিক্ষার্থীরা সাংবাদিকদের জানায়, স্কুলের ভেতরে ক্লাস চলছে। এরপর ভেতরে ঢুকে দেখা যায়, প্রায় অর্ধশত শিক্ষার্থীকে গোপনে পাঠদান করছেন ওই বিদ্যালয়টির পরিচালক ইয়াছিন আলীসহ আরও দুই শিক্ষক।

অভিভাবকদের জানিয়েছেন, করোনার শুরু থেকেই এখানে ক্লাস চালানো হচ্ছে। শিক্ষার্থীদের বই স্কুলেই রাখা আছে। এ কারণে ছাত্র-ছাত্রীরা খালি হাতে বিদ্যালয়ে ঢোকে। পাঠদান শেষে আবার খালি হাতেই বের হয়। শিক্ষার্থীদের বেতন পরিশোধের জন্যও জোর তাগাদা দিয়ে যাচ্ছেন প্রতিষ্ঠানটির পরিচালক।

প্রতিষ্ঠানটির শিক্ষক আশরাফ আলী বলেন, স্কুল বন্ধ রেখে কোনো লাভ নেই। প্রশাসন এখানে কিছুই করতে পারবে না।

কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হাসান সিদ্দিকী বলেন, বিদ্যালয়টির ব্যাপারে এর আগেও এমন তথ্য পেয়েছিলাম। তখন বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছিলেন জেএসসি ফরম পূরণ করতে শিক্ষার্থীরা এসেছিল। এখনও যদি সেখানে ক্লাস চলমান থাকে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।