শিশু ছাত্রী সামিউনের মৃত্যুতে ৩ দিনের শোক
শিক্ষাসফরে গিয়ে নিহত লক্ষ্মীপুর সদর উপজেলার ইলেভেন কেয়ার একাডেমীর ২য় শ্রেণির শিশু ছাত্রী ফৌজিয়া আফরিন সামিউনের মৃত্যুর ঘটনায় তিন দিনের শোক কর্মসূচির ঘোষণা করেছে স্কুল কর্তৃপক্ষ। আজ শনিবার (০১ ফেব্রুয়ারি) সকালে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মো. রিয়াজুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ০১, ০২ ও ০৩ ফেব্রুয়ারি ফৌজিয়ার স্মরণে ইলেভেন কেয়ার একাডেমীর সকল কার্যক্রম বন্ধ থাকবে। এসময় প্রতিষ্ঠানের পক্ষ থেকে সর্বোচ্চ মর্যাদা কামনায় পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন পাঠ, কবর যিয়ারত এবং দোয়া-মোনাজাত করা হবে।
এদিকে আজ শনিবার লক্ষ্মীপুরের প্রাইভেট স্কুল ও মাদ্রাসা সমূহের সংগঠন ‘ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র উদ্যোগে বিভিন্ন স্কুলে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। এ আয়োজনে শিক্ষক ও ছাত্রছাত্রীরা কালো ব্যাচ ধারণ করে স্কুল ছাত্রী ফৌজিয়ার অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেন। এর আগে সংগঠনটির সভাপতি মো. আবদুর রহমান এবং সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান সবুজ স্বাক্ষরিত এক যৌথ বিজ্ঞপ্তিতে সামিউনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
গতকাল শুক্রবার সকালে জানাযা শেষে ফৌজিয়া আরেফিন সামিউনের মরদেহ তার পারিবারিক কবরস্থানে দাপন করা হয়েছে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) কুমিল্লার ম্যাজিক প্যারাডাইস পার্কে বনভোজনে গিয়েছেন ইলেভেন কেয়ার একাডেমীর শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ। সেখানে ফৌজিয়া আরেফিন সামিউন অন্যান্যদের সঙ্গে একটি পুলের হাটু পরিমাণ পানিতে খেলাধুলা করছিলেন। এতে ঠান্ডা জনিত কারণে খিঁচুনি এলে সামিউন বমি করে। পরে অসুস্থ অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।