১২ জানুয়ারি ২০২০, ১৭:৫৩

আন্দারমানিকের শিক্ষার্থীদের পাশে আমেরিকা প্রবাসীরা

১৯৯১ সালে লাক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জে প্রতিষ্ঠিত হওয়া দক্ষিণ আন্দারমানিক এ.জামান বেসরকারি প্রাথমিক বিদ্যালয় দুর্গম চরাঞ্চলের ছেলে-মেয়েদের জীবনে শিক্ষার আলো ছড়াচ্ছে। কিন্তু বিদ্যালয়টি এখন পর্যন্ত সরকারিকরণ করা হয়নি। স্থানীয়দের দান-অনুদান ও শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম আর ত্যাগের বিনিময়ে বিদ্যালয়টি টিকে আছে।

জরাজীর্ণ বিদ্যালয় ঘর, দরজা-জানালা নেই, আছে প্রয়োজনীয় চেয়ার-টেবিল, আলমারি ও বেঞ্চসহ সকল আসবাবপত্রের সংকট। তবুও চারজন শিক্ষকের নিবিড় তত্ত্বাবধানে শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১৫৩ জন ছাত্র-ছাত্রী বিদ্যালয়টিতে অধ্যয়নরত রয়েছে।

আন্দারমানিকে আলো ছড়ানো জরাজীর্ণ এই বিদ্যালয়টি নিয়ে বিভিন্ন সময় পত্র-পত্রিকায় লেখালেখি হয়। যার ফলে দেশ-বিদেশের বহু মানুষ বিদ্যালয়টির দুরবস্থা সম্পর্কে জানতে পারে। এরই প্রেক্ষিতে আমেরিকা প্রবাসীরা দুর্গম চরাঞ্চল আন্দারমানিকের এই শিক্ষার্থীদের পাশে দাঁড়ান।

লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ আন্দারমানিক এ.জামান বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নে এক লাখ টাকা অনুদান দিয়েছে আমেরিকা প্রবাসীদের সংগঠন লক্ষ্মীপুর ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন ইউএসএ ইনক। রোববার (১২ জানুয়ারি) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে অনুদানের চেকটি হস্তান্তর করেন সংগঠনটির সহ-সভাপতি মোহাম্মদ নুর নবী। একই সঙ্গে বিদ্যালয়টির ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে স্কুল ব্যাগ, খাতা ও কলম বিতরণ করা হয়।

এসময় দক্ষিণ আন্দারমানিক এ.জামান বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ সিরাজ উদ্দিন, সদস্য মো. হাফিজ উল্যাহ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ লুৎফুর রহমান, সহকারী শিক্ষক মোশাররফ হোসেন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এর আগে আলোচনা সভায় বক্তারা বলেন, দক্ষিণ আন্দারমানিক এ.জামান বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে সরকারি স্কুলের স্বীকৃতি দেওয়া হোকে, এটা এ অঞ্চলের মানুষের প্রাণের দাবি।