০২ ডিসেম্বর ২০১৯, ১৫:১২

প্রাথমিকে সেরা প্রধান শিক্ষক আবু বকর

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সেরা প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন মো. আবু বকর সিদ্দিক রিটন। শিক্ষা ক্ষেত্রে অবদান রাখার স্বীকৃতি হিসেবেই আজ সোমবার সকালে উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ক্যাটাগরিতে নির্বাচন করা হয়। রিটন এর আগে উপজেলা শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০১৯ এ শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মন্ত্রণালয়ের নির্দেশে উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ শ্রেষ্ঠ বাছাই করা হয়। মো. আবু বকর সিদ্দিক রিটন উপজেলার ১১ নম্বর পশ্চিম চরভয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বরত। তাঁর বাড়ি ডামুড্যা উপজেলার দক্ষিণ ডামুড্যা গ্রামে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হেলাল উদ্দিন বলেন, আমাদের শ্রেষ্ঠ নির্বাচনের একটি ফরম রয়েছে। পাঠদান দক্ষতা, শিক্ষাগত যোগ্যতা, সহশিক্ষা কার্যক্রমে দক্ষতা ও তথ্যপ্রযুক্তির দক্ষতাসহ নানা বিষয় বিবেচনা করে প্রথমে ক্লাস্টারে পরে উপজেলা কমিটির মাধ্যমে উপজেলা শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ও বিভিন্ন পর্যায়ে নির্বাচিত করা হয়েছে।

এ ছাড়া আরো আটটি ক্যাটাগরিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে স্থান পেয়েছেন প্রধান শিক্ষিকা রেহানা সুলতানা, সহকারী শিক্ষক মোহাম্মদ মোজাম্মেল হক, সহকারী শিক্ষিকা নাসরিন আজিজ, প্রাথমিক বিদ্যালয় ৬ নম্বর বিশাকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, এসএমসি মো. সিরাজ উদ্দিন মাদবর, বিদ্যোৎসাহী ধানকাঠি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক পিন্টু, কাব শিক্ষক বশির উদ্দিন আহমেদ, কাবশিশু মাইশা তাসনিয়া।