১৩ সেপ্টেম্বর ২০১৯, ২২:২৪

ইউএনওর সহযোগীতায় বাল্যবিয়ে থেকে বাঁচল স্কুলছাত্রী

  © সংগৃহীত

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল হরিশ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকালে রংছাতি ইউনিয়নের সন্নাসীপাড়া গ্রামের ফরিদ মিয়ার ছেলে আব্দুল মজিদের সাথে বিয়ের কথা ছিল।

খবর পেয়ে কলমাকান্দা সদর ইউনিয়নের নাগনিচারিকুম পাড়া গ্রামে মেয়েটির বিয়ের আয়োজনে গিয়ে উপস্থিত হন উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আদালতের নিবার্হী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. জাকির হোসেন ছাত্রীর অভিভাবকের কাছ থেকে দশ হাজার টাকা জরিমানা আদায় করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন বলেন, ওই ছাত্রীর পরিবারকে বাল্যবিয়ের কুফল সমন্ধে বুঝিয়ে বিয়ে বন্ধ করা হয়েছে এবং বাল্যবিবাহ সম্পন্ন করার উদ্যোগ নেয়ায় মেয়ের অভিভাবককে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর অধীন মোবাইল কোর্ট পরিচালনা করে দশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।