টয়লেট সারতে গিয়ে ট্যাঙ্কিতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু
টয়লেটের স্লাব ভেঙে ট্যাঙ্কিতে পড়ে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে খাগড়াছড়ির মানিকছড়ির কুমারী এলাকার বড়টিলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম মো. এমরান হোসেন বাবু (১২)।
নিহত স্কুলছাত্র এমরান হোসেন বাবু ওই এলাকার মো. শাহ আলমের ছেলে। সে বড়টিলা আবদুল জব্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এমরান হোসেন বাবু প্রাকৃতিক ডাকে সাড়া দিতে টয়লেটে গেলে পরিত্যক্ত টয়লেটের স্লাব ভেঙে নিচে পড়ে যায়। এ সময় তার মামা মো. আল-আমিন তাকে উদ্ধার করতে টয়লেটের ট্যাঙ্কিতে নেমে তিনিও জ্ঞান হারিয়ে ফেলেন।
এ অবস্থায় স্বজনদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে দু’জনকে উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক স্কুল ছাত্র মো. এমরান হোসেন বাবুকে মৃত ঘোষণা করে। তবে তার মামা মো. আল-আমিন প্রাথমিক চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মানিকছড়ি থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আমির হোসেন।