রাজশাহী শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক মকবুল
রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পত্র পেয়েছেন অধ্যাপক মকবুল হোসেন। এর আগে তিনি রাজশাহী সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন। নতুন এ নিয়োগের মাধ্যমে রাজশাহী শিক্ষাবোর্ডের বহুল আলোচিত চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদকে ওএসডি করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আলাদা আলাদা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন নিয়োগ ও বাতিলের বিষয়টি নিশ্চিত করা হয়। নতুন এ নিয়োগে (ওএসডি) অধ্যাপক আবুল কালাম আজাদকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা নিযুক্ত করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, টানা ৯ বছর ধরে রাজশাহী শিক্ষা বোর্ডে কর্মরত ছিলেন অধ্যাপক আবুল কালাম আজাদ। প্রথমে সচিব পদে এবং পরে চেয়ারম্যান হিসেবে শিক্ষা বোর্ডে দায়িত্ব পাল করেন তিনি। টানা ৯ বছর ধরে বোর্ডের নীতি নির্ধারণী পর্যায়ে দায়িত্ব পালনের সময়ে তার বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠে। তার বিরুদ্ধে উত্থাপিত সাড়ে ৪ কোটি টাকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তদন্ত করছে দুর্নীতিদমন কমিশন (দুদক)।