প্রাথমিকের চতুর্থ ধাপের পরীক্ষা আজ, প্রশ্ন ফাঁস রোধে সর্বোচ্চ সতর্কতা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৮ জুন ২০১৯, ০৯:১৯ AM , আপডেট: ২৮ জুন ২০১৯, ১০:০৭ AM
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে চতুর্থ তথা শেষ ধাপের পরীক্ষা আজ শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে। দেশের বিভিন্ন জেলায় একসঙ্গে এ পরীক্ষা নেয়ার কথা রয়েছে। এদিকে তৃতীয় ধাপের মত এ ধাপেও সুষ্ঠুভাবে পরীক্ষা নিতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। পরীক্ষায় প্রশ্ন ফাঁস রোধে এর আগে ছয়টি পদক্ষেপ নিয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তবে এবারের পদক্ষেপ আরো এক ধাপ এগিয়ে। রয়েছে অন্যান্য সতর্কতাও
সূত্রের তথ্য, প্রথম ধাপে প্রশ্ন ফাঁস হওয়ার পর দ্বিতীয় ধাপ থেকেই নতুন করে ছয়টি পদক্ষেপ নেয়া হয়েছে। যে কারণে সর্বশেষ তৃতীয় ধাপের প্রশ্নপত্র ফাঁস হয়নি। উদ্যোগগুলো হচ্ছে- অভিন্ন প্রশ্নের বদলে একাধিক প্রশ্নে পরীক্ষা নেয়া, সংশ্লিষ্ট জেলার কোনো কর্মকর্তাকে প্রশ্ন তৈরির কমিটিতে না রাখা, কান ঢেকে পরীক্ষার হলে ঢুকতে না দেয়া, গত পরীক্ষার প্রশ্নফাঁসে জড়িতদের গ্রেফতার ও ভবিষ্যতে গোয়েন্দা সংস্থাকে তৎপর রাখা, পরীক্ষা পর্যবেক্ষণে ঢাকা থেকে কর্মকর্তাদের পাঠানো, ডিসির উপস্থিতিতে বিশ্বস্ত কর্মকর্তাদের সমন্বয়ে প্রশ্ন ছাপা।
গণশিক্ষা মন্ত্রণালয়ের আহ্বান, প্রশ্ন ফাঁসের নামে
এ ব্যাপারে প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম-আল- হোসেন বলেন, ‘সুরক্ষিত প্রশ্নে পরীক্ষা নিতে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি যারা প্রশ্ন ফাঁস করার অপচেষ্টা করছেন, তাদের ধরতে চেষ্টা চলছে।’
এর আগে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন জানান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর হতে জেলাভিত্তিক মনিটরিং টিম প্রেরণ করার পাশাপাশি এবার মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তরসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভাগীয় শহরের পরীক্ষা কার্যক্রম পরিদর্শন করেছেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, সংশ্লিষ্ট জেলা প্রশাসন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যে সকল কর্মকর্তা-কর্মচারী পরীক্ষা সংশ্লিষ্ট দায়িত্ব পালন করবেন; তাদের সকলকে গুরুত্ব দিয়ে প্রতিটি পরিস্থিতি মোকাবেলা করতে হবে। পরীক্ষাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোও সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি। যেকোনো উদ্ভূত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সরাসরি সহযোগিতা নেয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী।