২৩ মে ২০১৯, ২১:৪০

প্রাথমিক পরীক্ষার্থীদের জন্য সতর্কবার্তা

আপেল মাহমুদ

আগামীকাল থেকে ‍শুরু হওয়া প্রাইমারি চাকরির পরীক্ষায় যারা অংশ নিতে যাচ্ছেন তাদের জন্য বিভিন্ন দিক-নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ তথ্যের কথা জানিয়েছেন পরীক্ষার কেন্দ্র পরিদর্শক আপেল মাহমুদ। সন্ধ্যায় তিনি তার ফেসবুক প্রোফাইলে এক পোস্টের মাধ্যমে এসব সতর্কতার কথা জানিয়েছেন।

আপেল মাহমুদ তার স্ট্যাটাসে জানিয়েছেন,

আমি এবার প্রাথমিকের শিক্ষক নিয়োগে কক্ষ পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করব। এজন্য আমাকে একটা short but smart training করতে হয়েছে। এবারের পরীক্ষা হবে সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে। আপনি অলরেডি আপনার প্রবেশপত্রে একটা সেট পেয়ে গেছেন। যেমন- পদ্মা, মেঘনা ইত্যাদি। আপনাকে সেইম সেটের একটা ও এম আর শীট দেওয়া হবে।

মজার বিষয় হচ্ছে, এবার প্রশ্নে সেটকোড থাকবে না। পরীক্ষার ৫ মিনিট পূর্বে সেট কোড বলে দেওয়া হবে। সেটকোড সেইম থাকবে অর্থাৎ যারা পদ্মা সেটে পরীক্ষা দিবে তাদের একই কোড। একইভাবে মেঘনা যারা দিবে যেমন ২৪০৭ হলে সবারই এটা। পরীক্ষার সময় কমিয়ে ৬০ মিনিট নেওয়া হয়েছে। বুঝতেই পারছেন সময়ের গুরুত্ব।

সাথে মোবাইল, কোনোরকম ডিভাইস নিবেন না। কেন্দ্র এগুলো জমা নিবে না। নিলে নিজ দায়িত্বে রাখতে হবে বাহিরে কোথাও। মেয়েরা একটি দিনের জন্য ভেনেটিব্যাগ নিবেন না। আপনাদের ঝামেলা আরো বেশি হবে। সাথে বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড নিয়ে অযথা মাইন্ড নষ্ট করবেননা। ও এম আরে কোনোভাবেই ভুল করা যাবেনা। ভুল করলে অনেক অপমানিত হতে হবে এমনকি নাও পেতে পারেন এমনি নির্দেশনা দেওয়া।

আপনারা ভবিষ্যতের টিচার। যদি এইরকম সিরিয়াস একটা পরীক্ষায় ভুল করেন তাহলে বাচ্চাদের কি শিখাবেন? আপনার ও এম আর কেউ চেক করবেনা। ভুল হলে ভুল।

সুতরাং নাম, জেলা, রোল নাম্বার, সেট কোড খুব কেয়ারফুলি ফিলাপ করবেন। ম্যাথ সবার শেষে করবেন। মাথায় কাজ করবে ভাল অন্য অংশে প্রভাব পড়বেনা। শুভকামনা সবার জন্য।। পরীক্ষার সাল হবে ২০১৯। ২০ দেওয়া থাকবে আপনাকে ১৯ লিখে ঘর ফিলাপ করতে হবে। আপনার স্বাক্ষর অবশ্যই আপনার প্রবেশপত্রের যেভাবে দেওয়া সেভাবে দিবেন। স্বাক্ষরের যায়গায় (পাশে) সেট কোডের ঘর থাকবে। সেট কোড লিখে ঘরটা ফিলাপ করতে হবে।

সবশেষে তিনি তার ফেসবুক স্ট্যাটাসে সকল পরীক্ষার্থীর জন্য শুভকামনা জানিয়েছেন।