০৩ এপ্রিল ২০১৯, ১৪:৪০

খেলার মাঠ নষ্ট করে স্কুল ভবন নির্মাণ!

যশোর সদর উপজেলার সুলতানপুরে পাশাপাশি অবস্থিত দুটি স্কুলের জন্য নির্ধারিতি একমাত্র খেলার মাঠে নির্মাণ করা হচ্ছে প্রাথমিক বিদ্যালয় ভবন। এতে মাঠটি সংকীর্ণ হয়ে পড়েছে। ফলে খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের সাড়ে ৫ শতাধিক শিক্ষার্থী।

জানা যায়, যশোর সদর উপজেলায় সুলতানপুর নূরুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয় ও সুলতানপুর বেগম শামসুন নাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য নির্ধারিত ছিল একটি খেলার মাঠ ছিল একটি। কিন্তু সেখানে এখন প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ করা হচ্ছে। সুলতানপুর বেগম শামসুন নাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি জরাজীর্ণ হওয়ায় একবছর আগে সংস্কার করা হয়। আর এই ভবন ভেঙে নতুন ভবন করার কথা ছিল। কিন্তু প্রকৌশলীরা ভবনটি ভালো আছে বলে নতুন একটি ভবন করার সিদ্ধান্ত নেন।

যশোর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ অহিদুল আলম বলেন, আমি আজই গতকাল মঙ্গলবার স্কুল পরিদর্শন করেছি। এখানে মাঠ নষ্ট হবার মতো পরিস্থিতি দেখছি না। বরং এতে স্কুলের ভালো হবে।

সুলতানপুর নূরুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বারী জানান, ৩-৪ মাস আগে খেলার মাঠ রক্ষার জন্য জরাজীর্ণ ভবনটি ভেঙে নতুন ভবন নির্মাণের বিষয়ে দুই স্কুল একমত হয়েছিলাম। নির্মাণ চলাকালে প্রাথমিকের ক্লাস চালিয়ে নেয়ার জন্য হাইস্কুলের দুটি শ্রেণিকক্ষ বরাদ্দ দিতে চেয়েছিলাম। কিন্তু গতমাসের শেষে হঠাৎ করেই নির্মাণ কাজ শুরু হয়েছে। তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য আমাদের হাইস্কুলের পিছনের জায়গা দিতে হলেও আমরা প্রস্তুত আছি। তবুও মাঠটা বাঁচুক।

সুলতানপুর বেগম শামসুন নাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুলতান মাহমুদ বলেন, আমাদের বিদ্যালয়ের ভবনটি জরাজীর্ণ হওয়ায় ভেঙে নতুন ভবন করার কথা ছিল। কিন্তু প্রকৌশলীরা ভবনটি ভালো আছে বলে নতুন একটি ভবন করার সিদ্ধান্ত নেন। তবে খেলাধুলা ও জাতীয় দিবস উদযাপনের স্বার্থে আমরা মাঠটি রক্ষার পক্ষে।

সুলতানপুর নূরুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুস্মিতা ঘোষ বলেন, বিদ্যালয়ের প্রাণ মাঠ। সেই মাঠ না থাকলে ছেলেমেয়েরা খেলাধুলা করবে কিভাবে? খেলাধুলা তো লেখাপড়ারই অংশ।

শিক্ষার্থীরা জানান, আমরা চাই প্রাথমিক বিদ্যালয়ের ভবন হোক। তবে মাঠে নয়। মাঠ না থাকলে খেলাধুলা বন্ধ হয়ে যাবে। মাঠ না থাকলে আমরা খেলব কোথায়? আমরা আমাদের মাঠ ফিরে পেতে চাই।