প্রাথমিক সমাপনীর ফল পুনঃনিরীক্ষণের আবেদন শেষ হচ্ছে ৮ জানুয়ারি

  © লোগো

প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফল আশানুরুপ না হওয়াতে যে সকল ক্ষুদে শিক্ষার্থীদের মনে অনিশ্চয়তা আছে তারা ‘ফলাফল পুনঃনিরীক্ষণের’ আবেদন করতে পারবে।জেএসসির মত প্রাথমিক সমাপনীতেও  প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর ফল পুনঃনিরীক্ষণের সুযোগ দিয়ে থাকে।

২০১৮ সালের প্রাথমিক ও  ইবতেদায়ি শিক্ষা সমাপনীতে ফল পুনঃনিরীক্ষণ প্রক্রিয়া ২৫ ডিসেম্বর থেকে শুরু হয়েছে যা চলবে আগামী ৮ জানুয়ারি রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত। ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে হবে মোবাইল থেকে এসএমএস পাঠিয়ে।

যেভাবে আবেদন করতে হবে: শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল থেকে পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে। আবেদন করতে মোবাইলের Message অপশনে গিয়ে DPRSC Student ID আবেদন ইচ্ছুক বিষয়ের code লিখে Send করতে হবে 16222 নম্বরে।

উদাহরণ: DPRSC 123456789 111 লিখে Send করতে হবে 16222 নম্বরে (123456789 এখানে ‍Student ID এবং 111 বিষয় কোড)। ফিরতি SMS-এ আবেদন বাবদ কত টাকা কেটে নেয়া হবে তা জানিয়ে একটি PIN নম্বর দেয়া হবে। আবেদনে সম্মত থাকলে Message অপশনে গিয়ে DPRSC YES PIN No Contact No.(যেকোন অপারেটর) লিখে Send করুন 16222।

উল্লেখ্য, পুনঃনিরীক্ষণের ক্ষেত্রে একই SMS এর মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে। সেক্ষেত্রে কমা দিয়ে কোডগুলো আলাদা করে লিখতে হবে। এক্ষেত্রে প্রতিটি বিষয়ের জন্য ১৯৮ টাকা হারে ফি প্রযোজ্য হবে।

পুনঃনিরীক্ষণের ক্ষেত্রে subject code:

DPE: বাংলা(111), ইংরেজি(112), গণিত(113), বাংলাদেশ ও বিশ্ব পরিচয়(114), সাধারণ বিজ্ঞান(115), ধর্ম(116)।
EBT: বাংলা(121), ইংরেজি(122), গণিত(123), বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং সাধারণ বিজ্ঞান(124), কুরআন(125), আরবি(126)।

subject code জানতে শুধুমাত্র টেলিটক মোবাইল Message অপশনে গিয়ে DPRSC HELPCODE লিখে Send করুন 16222 নম্বরে।

বিজ্ঞপ্তি

 


সর্বশেষ সংবাদ