ভুয়া শিক্ষার্থী দিয়ে পিএসসি পরীক্ষা, সাত শিক্ষক বহিষ্কার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৯ নভেম্বর ২০১৮, ১০:৪২ AM , আপডেট: ২৯ নভেম্বর ২০১৮, ১০:৪২ AM
সুনামগঞ্জের ধর্মপাশায় ভুয়া শিক্ষার্থী দিয়ে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা (পিএসসি) দেওয়ানোর অভিযোগে সাত শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত সবাই রিচিং আউট অব স্কুল চিলড্রেন (রস্ক) প্রকল্পের অধীনে থাকা ‘আনন্দ স্কুল’র শিক্ষক। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রস্ক প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি মোহাম্মদ ওবায়দুর রহমানের স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি অভিযুক্ত শিক্ষকদের কাছে পৌঁছানো হয়েছে।
জানা গেছে, গত ১৯ নভেম্বর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার দ্বিতীয় দিনে ধর্মপাশা জনতা মডেল উচ্চ বিদ্যালয় ও সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র থেকে রিচিং আউট অব স্কুল চিলড্রেন (রস্ক) প্রকল্প ফেইজ-২ এর অধীনে ফাতেমানগর আনন্দ স্কুল, মাটিকাটা আনন্দ স্কুল, ধর্মপাশা উত্তরপাড়া আনন্দ স্কুল, আতকাপাড়া আনন্দ স্কুল ও কাবিল খাঁ নোয়াগাঁও আনন্দ স্কুলের ২০ জন ভুয়া পরীক্ষার্থী শনাক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
এ কাজের সাথে জড়িত থাকার অভিযোগ এনে গত ২০ নভেম্বর ফাতেমানগর আনন্দ স্কুলের শিক্ষক খাদিজা আক্তার, মাটিকাটা আনন্দ স্কুলের শিক্ষক হিরামনি, ধর্মপাশা উত্তরপাড়া আনন্দ স্কুলের শিক্ষক রিক্তামনি, আতকাপাড়া আনন্দ স্কুলের শিক্ষক পপি আক্তার, কাবিল খাঁ নোয়াগাঁও আনন্দ স্কুলের শিক্ষক সালমা আক্তার এবং ওইসব স্কুলের দায়িত্বে থাকা পুল শিক্ষক আব্দুর রহমান ও আব্দুল মান্নানকে বহিষ্কার করার সিদ্ধান্ত হয়।
মাটিকাটা আনন্দ স্কুলের শিক্ষক হিরামনি বলেন, টিসির (ট্রেনিং কো-অর্ডিনেটর) নির্দেশে ভুয়া পরীক্ষার্থী দিয়ে পরীক্ষা দেওয়ানো হয়েছিল। প্রকল্পের ট্রেনিং কো-অর্ডিনেটর সোহেলী আক্তার বলেন, শিক্ষকরা আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তুলেছেন। শিক্ষক আব্দুর রহমান বলেন, এ কাজের সাথে আমার কোনো সম্পৃক্ততা আছে কি না তা যাছাই ছাড়াই আমাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুর রহমান বলেন, ভুয়া পরীক্ষার্থী দিয়ে পরীক্ষা দেওয়ানোর অভিযোগে ওইসব শিক্ষকদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।