১৯ অক্টোবর ২০২৪, ২২:২৮
‘প্রাথমিকের শিক্ষার্থীরা দুই বছর বৃত্তির অর্থ পাবে না’— প্রসঙ্গে যা বলছে অধিদপ্তর
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা আগামী দুই বছর উপবৃত্তির অর্থ পাবে না বলে সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য ছড়িয়ে পড়েছে। তবে ছড়িয়ে পড়া তথ্যটি গুজব বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপবৃত্তি বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) ড. নাছিমা বেগম গণমাধ্যমকে বলেন, উপবৃত্তি বন্ধ হওয়ার তথ্যটি গুজব। বর্তমান সরকার উপবৃত্তির অর্থ আরও বাড়াতে চায়। দুইজনের পরিবর্তে তিনজনকে বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। দুই বছর বৃত্তি বন্ধ রাখার প্রশ্নই ওঠেনা।
প্রসঙ্গত, শনিবার দুপুর থেকে ফেসবুকের বিভিন্ন গ্রুপে ‘আগামী দুই বছর প্রাথমিকের শিক্ষার্থীদের উপবৃত্তি বন্ধ থাকবে’ বলে খবর ছড়িয়ে পড়ে। যদিও এ খবরের কোনো সূত্র উল্লেখ করা হয়নি গ্রুপগুলোয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর অভিভাবক ও শিক্ষকদের এ ধরনের গুজবে কান না দেওয়ার আহবান জানিয়েছে।