সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশের দাবিতে ডিপিইতে লাগাতার অবস্থানের ঘোষণা
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তৃতীয় ধাপের (ঢাকা ও চট্টগ্রাম বিভাগ) পরীক্ষার ফলাফল প্রকাশের দাবিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঘেরাও করে রেখেছেন আন্দোলনকারী। তারা ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন।
মঙ্গলবার (১৫ অক্টোবর) মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান নিয়ে আন্দোলনকারীরা ফল প্রকাশের দাবি জানান। এরপর রাতেও তারা আন্দোলন চালিয়ে যান। ফলাফল না হলে এখানেই অবস্থান করার কথা জানিয়েছেন আন্দোলনরতরা।
‘‘গত দুই ধাপের ফলাফল এক মাসের মধ্যে প্রকাশ করা হলেও তৃতীয় ধাপের ফলাফল চার মাস পার হওয়ার পর এখনও প্রকাশ করা হয়নি। এখন আমাদের দাবি একটাই—দ্রুত সময়ের মধ্যে আমরা ফলাফল চাই’’—দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান আন্দোলনে থাকা রোমানা ইসলাম নামের এক ফল প্রত্যাশী।
আরও পড়ুন: জিপিএ-৫ বেড়েছে ৫৩ হাজার, নেপথ্যে কী?
এর আগে গত বছরের ২৮ ফেব্রুয়ারি প্রথম ধাপে রংপুর, সিলেট ও বরিশাল বিভাগের ক্লাস্টারের বিজ্ঞপ্তি প্রকাশ করে অধিদপ্তর। এরপর ২২ মার্চ ২য় ধাপে রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরে ১৭ জুন ৩য় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তৃতীয় ধাপের (তিন পার্বত্য জেলা ছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ২১ জেলা) লিখিত পরীক্ষার সংশোধিত ফল প্রকাশ করা হয়। এতে ৪৬ হাজার ১৯৯ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। নির্বাচিতদের ভাইভা পরীক্ষা চলমান রয়েছে। আজ হাইকোর্ট এই নিয়োগ প্রক্রিয়া স্থগিত করলেন।
গত বছরের ২৮ ফেব্রুয়ারি প্রথম ধাপে রংপুর, সিলেট ও বরিশাল বিভাগের ক্লাস্টারের বিজ্ঞপ্তি প্রকাশ করে অধিদপ্তর। এরপর ২২ মার্চ ২য় ধাপে রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরে ১৭ জুন ৩য় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
প্রথম ধাপে ৩ লাখ ৬০ হাজার ৭০০, দ্বিতীয় ধাপে ৪ লাখ ৫৯ হাজার ৪৩৮ এবং তৃতীয় ধাপে ৩ লাখ ৪০ হাজার প্রার্থী আবেদন করেন। বর্তমানে প্রায় ৮ হাজারের বেশি পদ শূন্য রয়েছে।