১৫ এপ্রিল ২০২৪, ২০:০৬
৩০০ বিদ্যালয় বন্ধ নিয়ে যা বললেন প্রাথমিকের সচিব
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ বলেছেন, গত ১০ বছর ধরে যেসব স্কুলে শিক্ষার্থীর সংখ্যা ৫০ এর নিচে, সেসব স্কুলকে আমরা পাশের সরকারি স্কুলের সাথে একীভূত বা এক শিফটের করে দেব। স্কুলের সাথে শিক্ষক ও শিক্ষার্থীদের একীভূত করা হবে।
সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
প্রাথমিকের সচিব বলেন, পার্বত্য অঞ্চলের অনেক স্কুল আছে যেখানে গড়ে ৩ থেকে ৪০ জন শিক্ষার্থী রয়েছে। যেটা যুগের পর যুগ এভাবে চলছে। এসব স্কুলের ক্ষেত্রে একীভূত সিদ্ধান্ত নেয়া হবে না।
সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর মধ্যে যাদের শিক্ষার্থী সংখ্যা ৫০ এর নিচে; এমন প্রায় ৩শ’ সরকারি প্রাথমিক বিদ্যালয় চিহ্নিত করা হয়েছে। এই বিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম পরিচালনার ক্ষমতা কেড়ে নেওয়া হচ্ছে। এগুলোকে পাশের সরকারি স্কুলের সাথে একীভূত করা হবে।