প্রাথমিকে শিক্ষার্থী ভর্তি ইউনিক আইডি দিয়ে

শ্রেণিকক্ষে শিক্ষার্থী
শ্রেণিকক্ষে শিক্ষার্থী   © ফাইল ফটো

ইউনিক আইডির তথ্য এন্ট্রি করে সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে  শিক্ষার্থীদের ভর্তি করতে হবে। আগামী ১ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত তথ্য এন্ট্রি করে ভর্তি ও পুনঃভর্তি হওয়া যাবে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,  প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় বাস্তবায়নাধীন “প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের প্রোফাইল প্রণয়ন প্রকল্প" এর অধীনে শিক্ষার্থীদের ইউনিক আইডি (UID) প্রদানের লক্ষ্যে সকল উপজেলায় সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রাথমিক পর্যায়ের সকল শিক্ষার্থীদের তথ্য আগামী ১ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারির মধ্যে তথ্য এন্ট্রি পূর্বক নতুন শিক্ষা বছরে ভর্তি/পুনঃভর্তি সম্পন্ন করার জন্য বলা হলো।


সর্বশেষ সংবাদ