২০২৪ সালের প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা প্রকাশ

  © সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৪ সালের বাৎসরিক ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) আগামী বছরের জন্য ছুটির এই তালিকা প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। 

প্রকাশিত শিক্ষাপঞ্জিতে প্রধান শিক্ষকের সংরক্ষিত ছুটিসহ আগামী বছর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ছুটি রয়েছে ৬০ দিন। সাপ্তাহিক বন্ধ দুইদিন (শুক্রবার ও শনিবার) ধরে এই তালিকা প্রকাশ করা হয়েছে।

এর আগে মাধ্যমিক স্কুলের ছুটির তালিকা প্রকাশ করেছিলো শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। ওই তালিকা অনুযায়ী মাধ্যমিক স্কুলে আগামী বছর মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্কুলে ৭৬ দিন ছুটির ঘোষণা আছে।

ছুটির তালিকা দ্যা ডেইলি ক্যাম্পাসের পাঠকদের জন্য তুলে ধরা হলো। 

May be an image of blueprint, ticket stub and text


সর্বশেষ সংবাদ