প্রাথমিকের প্রথম ধাপের মৌখিক পরীক্ষা কবে— জানালেন মহাপরিচালক

শাহ রেজওয়ান হায়াত ও প্রাথমিকের লোগো
শাহ রেজওয়ান হায়াত ও প্রাথমিকের লোগো  © ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে ৯ হাজার ৩৩৭ জন উত্তীর্ণ হয়েছে। এই প্রার্থীদের লিখিত পরীক্ষা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর অনুষ্ঠিত হবে।

জানা গেছে, গত ৮ ডিসেম্বর রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের আওতাধীন ১৮ জেলায় লিখিত পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। তিন বিভাগে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩ লাখ ৬০ হাজার ৬৯৭ এবং কেন্দ্রের সংখ্যা ছিল ৫৩৫টি। লিখিত পরীক্ষা শেষ হওয়ার ১০ কার্যদিবসের পূর্বেই ফল প্রকাশ করল অধিদপ্তর।

এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘প্রথম ধাপের পরীক্ষা অত্যন্ত স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষার পর দ্রুত সময়ের মধ্যে রেজাল্ট দিতে পারায় অধিদপ্তরের সবাই খুশি। এজন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা।’

প্রথম ধাপের মৌখিক পরীক্ষা কবে শুরু হতে এমন প্রশ্নের জবাবে শাহ রেজওয়ান হায়াত আরও বলেন, ‘সামনে জাতীয় নির্বাচন। নির্বাচনের আগে মৌখিক পরীক্ষা শুরু করা সম্ভব হবে না। নির্বাচনের পর আমরা সভা করে পরীক্ষার তারিখ চূড়ান্ত করব। এরপর বিজ্ঞপ্তি আকারে তা সবাইকে জানিয়ে দেওয়া হবে।’


সর্বশেষ সংবাদ