নিয়োগের ফল প্রকাশ নিয়ে যে সিদ্ধান্ত নিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের লিখিত পরীক্ষার ফল আজ বুধবার (২০ ডিসেম্বর) প্রকাশ করা হবে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় অংশ নেওয়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা বুধবার রাত ৭টা ২৫ মিনিটে দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নাম অপ্রকাশিত রাখার শর্তে ওই কর্মকর্তারা জানান, প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের লিখিত পরীক্ষার ফল আজ রাতেই প্রকাশিত হবে। সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লিখিত পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের মুঠোফোনে এসএমএস এর মাধ্যমে ফল জানানো হবে।
এর আগে বুধবার সন্ধ্যায় ফল প্রকাশ নিয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সভায় বসে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত, পলিসি এন্ড অপারেশ বিভাগের পরিচালক মনীষ চাকমাসহ একাধিক কর্মকর্তা সভায় উপস্থিত ছিলেন।