মন্ত্রীর নির্দেশে ঘুষের সাড়ে ৯ লাখ টাকা ফেরত দেওয়া হলো ডিবিতে
চাকরি দেওয়ার কথা বলে নেওয়া ঘুষের ৯ লাখ টাকা ফেরত দেওয়া হয়েছে। আজ রোববার প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের এক ঘনিষ্ঠজন রাজধানীর মিন্টো রোডে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে ভুক্তভোগী আবু সুফিয়ানের কাছে টাকা ফেরত দেন।
জানা গেছে, গতকাল শনিবার বেলা ১১টার দিকে ডিবি কার্যালয়ে প্রতিমন্ত্রীর দুজন প্রতিনিধি ভুক্তভোগী আবু সুফিয়ানকে সাড়ে ৯ লাখ টাকা বুঝিয়ে দেওয়া হয়। টাকা লেনদেনের পর আবু সুফিয়ানকে একটি অঙ্গীকারনামায় স্বাক্ষর করতে বলা হয়। তখন উপস্থিত অন্যদের সামনে ‘আমি পাওনা টাকা বুঝিয়া পেলাম’ লিখে স্বাক্ষর করেন আবু সুফিয়ান।
এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের গণমাধ্যমকে বলেন, খোঁজ নিয়ে জানতে পারি, আমার নামে কিছু লোক এই টাকা নেয়। পত্রিকায় এ নিয়ে নিউজ দেখে সতর্ক হই। এরপর তাদের খুঁজে বের কর টাকা ফেরত দিতে বলি। আমি শুনেছি ডিবিতে ৯ লাখ ফেরত দেওয়া হয়েছে।’
জানতে চাইলে ডিবির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মোহাম্মদ ফজলে এলাহী বলেন, ‘৯ লাখ টাকা ডিবিতে ফেরত দেওয়া হয়েছে। যারা আবু সুফিয়ানের মাধ্যমে টাকা দিয়েছিলেন তাদের সঙ্গে যোগাযোগ করা হবে এবং তারা যেন টাকা বুঝে পান সেটা নিশ্চিত করা হবে।’
প্রসঙ্গত, গত ৭ ডিসেম্বর ঘুষের টাকা ফেরত দেওয়ার কথা বলে পাওনাদারদের মন্ত্রীর বাসায় ডেকে নিয়ে মারধর করা হয়। ওইদিন ভুক্তভোগী তিনজনের মধ্যে দুজন মন্ত্রীর বাসা থেকে নির্যাতিত হয়ে পালিয়ে যান। আবু সুফিয়ান নামের একজন প্রাণ বাঁচাতে মন্ত্রীর বাসার দেওয়াল টপকে ডিবি কার্যালয়ে ঢুকে পড়েন। এ সময় তাকে আটক করেন ডিবি সদস্যরা। পরে গত শুক্রবার তাকে ছেড়ে দেওয়া হয়।