পঞ্চম শ্রেণির প্রশ্নে তৃতীয় শ্রেণির পরীক্ষা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৩, ০৪:২৮ PM , আপডেট: ২৫ নভেম্বর ২০২৩, ০৪:২৮ PM
মাদারীপুরের রাজৈরে একটি প্রাইমারি স্কুলে পঞ্চম শ্রেণির বিজ্ঞান প্রশ্নপত্র দিয়ে তৃতীয় শ্রেণির বিজ্ঞান পরীক্ষা গ্রহণের অভিযোগ উঠেছে। বুধবার সকালে উপজেলার বৌলগ্রাম এলাকার ৪১নং মাচরং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির মূল্যায়ন পরীক্ষায় এ ঘটনা ঘটে। এ ঘটনার সত্যতা পেয়েছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।
জানা গেছে, সম্প্রতি ৪১নং মাচরং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। বুধবার তৃতীয় শ্রেণির ২৩ জন শিক্ষার্থী পরীক্ষা দিতে এলে তাদের হাতে পঞ্চম শ্রেণির বিজ্ঞান প্রশ্নপত্র দেন। দুপুরে পঞ্চম শ্রেণির ২৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে এলে বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র উলটপালট হওয়ার ঘটনা ধরা পড়ে। উপায়ন্তর না দেখে একপর্যায়ে তৃতীয় শ্রেণির পরীক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে ওই প্রশ্নপত্র ফিরিয়ে এনে পঞ্চম শ্রেণির পরীক্ষা গ্রহণ করে শিক্ষকরা।
এ ঘটনায় ১নং মাচরং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. টিপু সুলতান, সহকারী শিক্ষক কাজী শাহাজুল ইসলাম ও শিক্ষিকা মেরিনা আক্তারকে শোকজ করা হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত সহকারী শিক্ষক কাজী শাহাজুল বলেন, প্রধান শিক্ষক টিপু সুলতান আমার হাতে যেভাবে প্রশ্নপত্র দিয়েছেন আমি সেইভাবে এনেই পরীক্ষার্থীদের হাতে দিয়েছি। কিন্তু প্রশ্নপত্র চেক করে দেখি নাই।
মাদারীপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাপস পাল বলেন, ‘ঘটনার সত্যতা পাওয়ায় বৃহস্পতিবার পরীক্ষা সংশ্লিষ্ট তিন শিক্ষককে শোকজ করা হয়েছে। এ ছাড়া নতুন প্রশ্নপত্র তৈরি করে পুনরায় তৃতীয় ও পঞ্চম শ্রেণির পরীক্ষা নেয়ার নিদের্শনা দেয়া হয়েছে বলেও জানান তিনি।