ট্রাকচাপায় স্কুলছাত্রী নিহত, চালক ও হেলপারকে গণপিটুনি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৪ আগস্ট ২০১৮, ০১:৫১ PM , আপডেট: ১৪ আগস্ট ২০১৮, ০২:৪৫ PM
সাতক্ষীরার আশাশুনিতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রীতি স্বর্ণকার (৭) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় ট্রাক চালক ও হেলপারকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
মঙ্গলবার সকালে আশাশুনি উপজেলার হাজীপুর মোড় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তিথি উপজেলার কাটাখালী গ্রামের পরিমল স্বর্ণকারের মেয়ে ও বদরতলা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।
প্রত্যক্ষদর্শী গোপাল কুমার জানান, স্কুলছাত্রী সকালে হেঁটে স্কুলে যাচ্ছিল। এসময় পারুলিয়া থেকে সিমেন্টবোঝাই একটি ট্রাক(যশোর-ট-১১-৩৩২৭) তাকে চাপা দিলে ঘটনাস্থলে সে মারা যায়। এরপর উত্তেজিত জনতা ট্রাকটি ভাঙচুর করে এবং চালক ও হেলপারকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
ঘটনাস্থলে পুলিশ গিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করলে তারা পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় এক পুলিশ সদস্যসহ কয়েকজন আহত হন।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার দেবনাথ জানান, আহত এসআই, ট্রাক চালক ও হেলপারকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।