০৭ নভেম্বর ২০২৩, ০৯:৪৯

পদোন্নতি পেয়ে প্রধান শিক্ষক হলেন ৯৮ জন

প্রধান শিক্ষক পদে পদোন্নতি পেয়েছেন ৯৮ জন  © ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতি পেয়েছেন ৯৮ জন। সোমবার (৬ নভেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে বিষয়টি জানানো হয়। তারা সবাই কুড়িগ্রামের তিন উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে কর্মরত শিক্ষক। 

আদেশে বলা হয়ে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধিমালার অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের পরিপ্রেক্ষিতে রৌমারী, চিলমারী, চররাজিবপুর উপজেলার ৯৮ সহকারী শিক্ষককে ২০১৫ সালের গ্রেড-১১–এর ২ নম্বর অনুচ্ছেদে বর্ণিত শর্ত সাপেক্ষে পদোন্নতির দেওয়া হলো।

পদোন্নতি পাওয়া শিক্ষকদের ১২ নভেম্বরের মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে যোগদান করতে হবে। এতে ব্যর্থ হলে তিনি পদোন্নতিযোগ্য নন বলে বিবেচিত হবেন। সেক্ষেত্রে পদোন্নতির আদেশ বাতিল হবে। যোগ দেওয়ার দুই কার্যদিবসের মধ্যে তাদেরকে পদায়ন করা হবে। চলতি দায়িত্ব বা ভারপ্রাপ্ত হিসেবে পদোন্নতি পাওয়া শিক্ষকদের কর্মরত বিদ্যালয়েই পদায়ন হবেন।

আরো পড়ুন: এটিও পদে নিয়োগ জটিলতা কাটছে, সভা বুধবার

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, পদোন্নতি পাওয়া শিক্ষকেরা এক বছর শিক্ষানবিশ হিসেবে বিবেচিত হবেন প্রধান শিক্ষক পদে। তাদের আচরণ সন্তোষজনক হলে চাকরি স্থায়ী হবে। তা না হলেও তাদের সহকারী শিক্ষক পদে ফেরত পাঠাবে কর্তৃপক্ষ।