বাচ্চাদের হাসিখুশি রাখতে পরীক্ষা তুলে দেওয়া হয়েছে: প্রতিমন্ত্রী
প্রাথমিকের তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা তুলে দেওয়ার কারণ জানিয়ে প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেছেন, লেখাপড়ার মান বাড়াতে ও বাচ্চাদের হাসিখুশি রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে জেলার তেঁতুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এসে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
দ্রুত নতুন কারিকুলামে প্রাথমিকের পড়াশোনা শুরু হবে জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, আমরা প্রাথমিক বিদ্যালয়ের পুরোনো ভবনগুলো ঠিক করে এক শিফটে ক্লাস নেওয়ার চিন্তা ভাবনা করছি।
তিনি বলেন, এদিকে করোনার সুযোগ নিয়ে বিভিন্ন স্থানে গজিয়ে ওঠা মাদ্রাসাগুলো প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রদের টেনে নিয়েছে। অনেক অভিভাবক কর্মব্যস্ততায় সন্তানকে একা রাখতে না পারায় করোনার সময় মাদ্রাসায় দিয়েছেন। আর দুপুরের খাবার দেখে অনেকেই আকৃষ্ট হচ্ছে।
আরও পড়ুন: প্রাথমিকে বৃত্তি পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত
প্রতিমন্ত্রী আরও বলেন, সব দিক বিবেচনা করে আমাদের সব প্রাথমিক বিদ্যালয়ে মিডডে মিল চালুর ব্যবস্থা হচ্ছে। বাচ্চাদের প্রাথমিক বিদ্যালয়মুখী করতে নতুন চিন্তাভাবনা করছি। আশা করি, নতুন কারিকুলামে প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের টানতে পারব।
এর আগে প্রতিমন্ত্রী তেঁতুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থিত মুজিব কর্নার ও শেখ রাসেল কর্নারসহ বিদ্যালয়ে থাকা উপজেলা রিসোর্স সেন্টারসহ সব ক্লাসরুম ঘুরে দেখেন।