অবশেষে স্বামীর স্থায়ী ঠিকানায় যোগ দিচ্ছেন সেই ১০ শিক্ষিকা

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর  © ফাইল ছবি

কুমিল্লা সদর উপজেলায় ১০ নারী শিক্ষিকাকে স্বামীর ঠিকানায় যোগদানের অফিস আদেশ জারি করা হয়েছে। সোমবার (২ অক্টোবর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) সহকারী পরিচালক (পলিসি ও অপারেশ) নাসরিন সুলতানার সই করা অফিস আদেশে এটি বাস্তবায়ন হয়েছে।

‘ঘরের বউকে ঘরে তুলে নিন’ মন্তব্য করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ আদালতের নির্দেশ বাস্তবায়ন করে এ অফিস আদেশ জারি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারীদের আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লা মিয়া।

স্বামীর স্থায়ী ঠিকানা কুমিল্লা আদর্শ সদর উপজেলায় বদলি করা ১০ শিক্ষিকাকে যোগদানের ব্যবস্থা করতে হাইকোর্টের নির্দেশ স্থগিত চেয়ে সংসদ সদস্য এ কে এম বাহাউদ্দিন বাহারের আপিল করেন। তবে তা গ্রহণ করেননি চেম্বার জজ আদালত। ফলে ১০ শিক্ষিকাসহ ১১ জনের যোগদানের ব্যবস্থা করতে হাইকোর্টের আদেশ বহাল ছিল।

আরো পড়ুন: নিয়োগের এক যুগ পর জানা গেল শিক্ষক হওয়ার যোগ্যতাই ছিল না অধ্যাপকের

আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমের চেম্বার জজ আদালত গত ২৫ সেপ্টেম্বর এ আদেশ দেন। এদিন আদালত এমপির আইনজীবীকে বলেন, ‘স্বামীর স্থায়ী ঠিকানায় বদলির সুযোগ আইনে আছে। ঘরের বউকে সসম্মানে ঘরে তুলুন।’

আদালতে এমপি বাহারের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এম সাঈদ আহমেদ রাজা। শিক্ষকদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান। তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া।


সর্বশেষ সংবাদ