২০ সেপ্টেম্বর ২০২৩, ২১:১৮

বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন কেন্দুয়ার স্কুল

অতিথিদের সঙ্গে প্রাথমিকের খেলোয়াড়রা  © টিডিসি ফটো

নেত্রকোনায় বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ২০ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় নেত্রকোনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে নেত্রকোনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়

টুর্নামেন্টের (মেয়েদের) জেলা পর্যায়ে  ফাইনাল খেলায় জেলার কেন্দুয়া উপজেলার নুরেছা দুখিয়ারগাতী সরকারী প্রাথমিক বিদ্যালয় দল ২-১ গোলে  দুর্গাপুর উপজেলার নামাপাড়া সরকারী প্রথমিক বিদ্যালয় দলকে পরাজিত করে চাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে নুরেছা দুখিয়ারগাতী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কলি আক্তার। 

নেত্রকোনা জেলা প্রশাসক শাহেদ পারভেজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ফয়েজ আহমেদ, সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাহমিনা আক্তার।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের কাছে পুরষ্কার তুলে দেন সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ। 

এসময় আরও উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী বৃন্দ, বীর মুক্তিযোদ্ধা গণ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী বৃন্দ,বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক গণ সহ ক্রীড়ামোদিরা। 

উল্লেখ্য এ টুর্নামেন্টে জেলার মোট ১০ টি   উপজেলা থেকে সেরা দল  জেলা পর্যায়ে চূড়ান্ত পর্বে অংশ গ্রহন করে।এর মধ্যে আজ জেলা পর্যায়ে  ফাইনাল খেলায় নুরেছা দুখিয়ারগাতী সর.প্রা. বিদ্যালয়  দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।পরবর্তীতে এই চ্যাম্পিয়ন দল বিভাগীয় পর্যায়ে অংশ গ্রহন করবে।