১২ সেপ্টেম্বর ২০২৩, ২২:২৩

শিক্ষার্থীকে পিটিয়ে হাত ভেঙে দিলেন শিক্ষক

মারিয়া আক্তার  © সংগৃহীত

পিরোজপুরে লিখতে না পারা তৃতীয় শ্রেণির এক ছাত্রীর হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। সোমবার পিরোজপুর সদর উপজেলার ১১৩ নং পূর্ব শিকদার মল্লিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।

 আহত শিক্ষার্থীর নাম মারিয়া আক্তার (৯)। সে নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠি ইউনিয়নের উদয়তার গ্রামের মো. মামুন বেপারির মেয়ে। 

ভুক্তভোগী শিক্ষার্থী মারিয়া আক্তার জানান, বিউটি ম্যাডাম ক্লাসে এসে আমার কাছে পড়া জিজ্ঞেস করলে আমি পড়া বলি। তখন আমাদের ক্লাসের শিক্ষার্থী রিপা বলে ম্যাডাম আপনি যে পড়া দিছিলেন তা মারিয়া না পড়ে কড়ি খেলছে। তাই ম্যাডাম আমাকে ডাস্টার দিয়ে পেটান। এতে আমার হাত ভেঙে যায়। 

শিক্ষার্থীকে মারার কথা স্বীকার করে বিউটি বলেন, আমার ভুল হয়েছে আমাকে আপনারা ক্ষমা করে দেন। আর কোনোদিন এমন হবে না। 

জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদা খানম বলেন, ঘটনার বিষয়ে জানতে চাইলে ওই ম্যাডাম জানায়, মারিয়াকে ক্লাসের পড়া লিখতে বললে সে লিখতে না পারায় তাকে ডাস্টার দিয়ে পেটান। এতে তার হাত ভেঙে যায়।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছি জানান, ওই বিদ্যালয়ে আমার সহকারী শিক্ষা কর্মকর্তা সাহেব গিয়েছিলেন। উনি রিপোর্ট দিলে আমি দু-একদিনের মধ্যে ব্যবস্থা নেবো।