১৮ জুলাই ২০২৩, ১২:২২

ভুয়া নিয়োগের গেজেট প্রকাশ, সতর্ক করল গণশিক্ষা মন্ত্রণালয়

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘দপ্তরি কাম প্রহরী’ নিয়োগ সংক্রান্ত ভুয়া গেজেট প্রকাশ করেছে একটি মহল  © ফাইল ছবি

একটি মহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘দপ্তরি কাম প্রহরী’ নিয়োগ সংক্রান্ত ভুয়া গেজেট প্রকাশ করেছে বলে সতর্ক করে দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা শিক্ষা মন্ত্রণালয়। ফেসবুকে এক পোস্টে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুব রহমান সংক্রান্ত ছবি শেয়ার করে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন।

মাহবুব রহমান লিখেছেন, প্রাথমিক ও গণশিক্ষা শিক্ষা মন্ত্রণালয় সবাইকে সজাগ ও সতর্ক করার জন্য জানাচ্ছে যে, মহল বিশেষ অসৎ উদ্দেশ্য প্রণোদিত হয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘দপ্তরি কাম প্রহরী’ নিয়োগ সংক্রান্ত ভূয়া গেজেট প্রকাশ করেছে।

এ দেরকে চিহ্নিত ও আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য ইতোমধ্যে মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুব রহমান। এ ধরণের ভুয়া গেজেটে কাউকে বিভ্রান্তির মধ্যে না পড়তে অনুরোধ করেছেন তিনি।