০৪ জুন ২০২৩, ২১:৪৯

দীর্ঘ লাফে দেশসেরা নেত্রকোনার রাব্বি মিয়া 

মো. রাব্বি মিয়া  © টিডিসি ফটো

জাতীয় পর্যায়ে প্রাথমিক ক্রিড়া প্রতিযোগীতায় দীর্ঘ লাফে সারাদেশে প্রথম হয়েছে নোত্রকোনার মো. রাব্বি মিয়া। শনিবার (৩ জুন) সকাল ১০ টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

মো. রাব্বি মিয়া নেত্রকোণা সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়নের তাতিয়র গ্রামের মো. আবুল কাশেমের ছেলে। সে সদর উপজেলা তাতিয়র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র। এর আগে সে বিভাগীয় পর্যায়ে প্রথম হয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে।

এ আয়োজনের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ। সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত।

প্রতিযোগিতায় ‘ক’ (১ম ও ২য় শ্রেণি) ও ‘খ’ ( ৩য়-৫ম শ্রেণি) বিভাগে ১০ টি বিষয়ে (‘ক’ বিভাগে ৪টি এবং ‘খ’ বিভাগে ৬টি) ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রাথমিক শিক্ষা অধিদফতরের উদ্যোগে জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী শিক্ষার্থী যাথাক্রমে ৩০, ২৫ ও ২০ হাজার টাকার সঙ্গে ক্রেস্ট ও সনদপত্র পাবে।

তাতিয়র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন্নাহার রনি জানান, রাব্বি আমাদের স্কুলের একজন মেধাবী শিক্ষার্থী। সে খেলাধুলার প্রতি খুবই আগ্রহী। তার ঐকান্তিক ইচ্ছা ও মনোবলই তাকে এই সফলতা দিয়েছে। আমরা তার জন্য যথাসাধ্য চেষ্টা করেছি গাইড করার।

তিনি আরও জানান, বিশেষ করে বিদ্যালয়ের সহসভাপতি ডা: কমর উদ্দিন চান মিয়া রাব্বির জন্য অনেক কষ্ট করেছেন। আমি রাব্বির এই অর্জনে যেমনি আনন্দিত তেমনি এই সফলতার নেপথ্যে যারা কাজ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা রাব্বির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।