বরগুনায় ল্যাপটপ পেল ১৩৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়

বরগুনার আমতলীতে প্রাথমিক বিদ্যালয়গুলোর মাঝে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠান
বরগুনার আমতলীতে প্রাথমিক বিদ্যালয়গুলোর মাঝে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠান  © টিডিসি ফটো

ডিজিটাল বাংলাদেশের পর ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণের লক্ষ্যে বরগুনার আমতলী উপজেলায় ১৩৮টি প্রাথমিক বিদ্যালয়কে ল্যাপটপ প্রদান করা হয়েছে। 

শুক্রবার (২৪ মার্চ) আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিষ্ঠানগুলোর পক্ষে ল্যাপটপ গ্রহণ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা।

আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম এর সভাপতিত্বে ল্যাপটপ বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি বরগুনা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি ও আমতলী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শফিকুল আলম প্রমুখ।


সর্বশেষ সংবাদ