এক বছরেই প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শেষ করার পরিকল্পনা
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এক বছরে শেষ করার পরিকল্পনা হাতে নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তিন ধাপে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রথম ধাপে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ আর শেষ ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের পরীক্ষা হবে।
অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, এক বছরের মধ্যে তিন ধাপে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার পরিকল্পনা করা হয়েছে। প্রথম ধাপের লিখিত পরীক্ষা আগামী মে মাসে অনুষ্ঠিত হতে পারে। জুনের মধ্যে লিখিত পরীক্ষার ফল প্রকাশ শেষে আগস্টেই মৌখিক পরীক্ষা নেওয়া হবে। এরপর সেপ্টেম্বরের মধ্যেই চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। দ্বিতীয় ধাপের পরীক্ষা আগস্টের মাঝামাঝি আয়োজন করা হতে পারে। আগস্টের মধ্যেই লিখিত পরীক্ষার ফল প্রকাশ শেষে অক্টোবরে হতে পারে মৌখিক পরীক্ষা। এরপর নভেম্বরে চূড়ান্ত ফল প্রকাশের পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া তৃতীয় ধাপের লিখিত পরীক্ষা হতে পারে অক্টোবরে। নভেম্বরে ফল প্রকাশ শেষে আগামী বছরের জানুয়ারিতে শুরু হতে পারে মৌখিক পরীক্ষা। এরপর ফেব্রুয়ারিতে চূড়ান্ত ফল প্রকাশের পরিকল্পনা করেছে ডিপিই।
এ প্রসঙ্গে জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা সবগুলো বিভাগকে তিনটি অঞ্চলে ভাগ করেছি। এর মধ্যে প্রথম অঞ্চলের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আমরা চাচ্ছি প্রথম অঞ্চলের আবেদন শুরুর সাথে সাথে দ্বিতীয় অঞ্চলের বিজ্ঞপ্তি প্রকাশ করতে। দ্বিতীয় অঞ্চলের বিজ্ঞপ্তি আগামী ১০ অথবা ১২ মার্চ প্রকাশ করা হবে। এক বছরের মধ্যে তিন ধাপের নিয়োগ প্রক্রিয়া শেষ করতে চাই।
কত পদে সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে এমন প্রশ্নের জবাবে ডিপিই মহাপরিচালক জানান, আমরা যে শূন্য পদের তথ্য পেয়েছি সেটির সংখ্যা সাড়ে সাত হাজারের একটু কম। আবেদন শুরু হলেও আমরা শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করে দেখব। পরীক্ষার আগেও যদি পদ শূন্য হয়, তাহলে আমরা সেগুলো যুক্ত করে নেব।
এর আগে ফেব্রুয়ারি মাসের শেষ দিকে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আগামী ১০ মার্চ থেকে এই বিজ্ঞপ্তির আবেদন শুরু হবে।
তিন বিভাগের স্থায়ী বাসিন্দারা যোগ্যতা ও শর্ত অনুযায়ী আগামী ১০ মার্চ থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ শেষ হবে ২৪ মার্চ রাত ১১টা ৫৯ মিনিটে। আবেদন ফি ২২০ টাকা।