০১ মার্চ ২০২৩, ২০:৪৮

দায়ী কর্মকর্তাদের বদলিসহ বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়  © ফাইল ফটো

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল বিভ্রাটে দায়ী কর্মকর্তাদের বদলিসহ বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। 

আজ বুধবার (১ মার্চ) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহম্মদকে এই নির্দেশ দেন তিনি।

এর আগে গতকাল মঙ্গলবার প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল সচিবালয়ে ঘটা করে প্রকাশ করা হয়। তবে ফল প্রকাশের চারঘণ্টা পর তা স্থগিত করা হয়। 

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার সংশোধিত ফল আজ বুধবার (১ মার্চ) রাতেই প্রকাশ করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একাধিক ককর্মকর্তা। 

এ প্রসঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় যুগ্ম সচিব (প্রশাসন) মোছা. নূরজাহান খাতুন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বৃত্তি পরীক্ষার সংশোধিত ফল আজ রাতেই প্রকাশ করা হবে। আমরা ফলাফলের চুলচেরা বিশ্লেষণ করছি। রাত ১২টার মধ্যেই ফল প্রকাশ করা হবে বলেও জানান তিনি।