ঘোড়ার গাড়িতে চড়ে বিদায় নিলেন প্রধান শিক্ষক
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:০১ PM , আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:০১ PM
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তেঁতুলিয়া নীলকান্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবর রহমান চাকরি জীবনের শেষ দিনে বিদায় নিয়েছেন সুসজ্জিত ঘোড়া গাড়ি চড়ে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে ঘোড়ার গাড়িতে করে প্রধান শিক্ষককে বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থী ও সহকর্মীরা বিদায় জানান।
মজিবর রহমান উপজেলার কাকিনা ইউনিয়নের গোপালরায় গ্রামের বাসিন্দা এবং তেঁতুলিয়া নীলকান্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
জানা গেছে, বিদায়ের বেদনাকে স্মৃতিময় করতে এক ব্যতিক্রম আয়োজনে প্রিয় প্রধান শিক্ষককে বিদায় জানালেন কালীগঞ্জ উপজেলার তেঁতুলিয়া নীলকান্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থী এবং সহকর্মীরা। শেষ কর্মদিবসে প্রিয় প্রধান শিক্ষককে বিদায় জানাতে সাজানো হয় বিদ্যালয় প্রাঙ্গণ, আয়োজন করা হয় আলোচনা সভার, দেওয়া হয় সম্মাননা।
আরও পড়ুন: যে কারণে দলে দলে পাকিস্তান ছাড়ছেন শিক্ষিত তরুণেরা
ফুল দিয়ে সাজানো ঘোড়ার গাড়ি দেখে সারা রাস্তায় পথচারী ও স্থানীয়রা তাকিয়ে ছিলেন। এ দৃশ্য দেখে এলাকাবাসীর বুঝে ফেলেন, শিক্ষার কারিগর প্রধান শিক্ষক মজিবর রহমানের আজ বিদায় নিচ্ছেন। তার চাকরি জীবনের ইতি ঘটলো আজ।
তেঁতুলিয়া নীলকান্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিদায় অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তব্য দেন- কালীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) বীরেন্দ্রনাথ রায়, সহকারী শিক্ষা অফিসার আ ব মোকতাদের বিল্লাহ্, রনবীর কুমার রায়, যোগেন্দ্রনাথ সেন, বারাজান এসসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার সরকারসহ অনেকে।