টাঙ্গাইলে ৩৯৯টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই
- টিডিস রিপোর্ট
- প্রকাশ: ২৪ নভেম্বর ২০২২, ০৪:৪৯ PM , আপডেট: ২৪ নভেম্বর ২০২২, ০৫:৩৯ PM
টাঙ্গাইলের ১২টি উপজেলার ৩৯৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। জেলা প্রাথমিক বিদ্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঘাটাইল উপজেলায় ৯০টিতে প্রধান শিক্ষকের পদ শূন্য, সখীপুরে ১৫টি, গোপালপুরে ৪৯টি, বাসাইলে ১৩টি, সদর উপজেলায় ৩১টি, দেলদুয়ারে ২৮টি, মির্জাপুরে ২৩টি, কালীহাতিতে ২৯টি, মধুপুরে ২০টি, নাগরপুরে ৪৬টি, ভূঞাপুরে ২৮টি এবং ধনবাড়ীতে ২৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে।
জানা গেছে, শহর এলাকায় বা শহরতলীর স্কুলগুলোতে অবসরের কারণে পদ শূন্য হলে অন্য এলাকা থেকে বদলি হয়ে পদ পূরণ হয়। কিন্তু প্রত্যন্ত এলাকার স্কুলগুলোতে অবসরে যাওয়ার পর পদ শূন্যই থেকে যাচ্ছে। তাই প্রতিবছরই বাড়ছে প্রধান শিক্ষকের পদশূন্য স্কুলের সংখ্যা।
জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, প্রধান শিক্ষকের পদগুলো ৬৫ ভাগ পদোন্নতির মাধ্যমে এবং ৩৫ ভাগ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের বিধান রয়েছে। দীর্ঘদিন ধরে সরাসরি প্রধান শিক্ষক পদে নিয়োগ করা হচ্ছে না। আবার সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষক পদে পদোন্নতি দেওয়াও বন্ধ রয়েছে। তাই প্রধান শিক্ষকের শূন্য পদ পূরণ করা যাচ্ছে না।
টাঙ্গাইলের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সহকারী শিক্ষকদের পদোন্নতির প্রক্রিয়া শুরু করছে। পদোন্নতি হলে শূন্য পদগুলো পূরণ করা যাবে।