লোহাগাড়ায় অবসরগ্রহণকারী ২১ শিক্ষককে সংবর্ধনা
চট্টগ্রামের লোহাগাড়ায় ২১ জন অবসরগ্রহণকারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সম্মাননা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার ( ২৫ সেপ্টেম্বর ) সকালে উপজেলা সদর ইউনিয়নে একটি কমিউনিটি হলে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি লোহাগাড়া উপজেলা শাখা অনুষ্ঠানটির আয়োজন করেন।
সংগঠনের সহ-সভাপতি ও মধ্যপুটিবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো. আকরাম হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা শিক্ষা অফিসার মো. আকরাম হোসেন বলেন, শিক্ষকরা হলেন দেশের আলোকিত মানবসম্পদ উৎপাদনের কারিগর। বিদায়ী শিক্ষকরা তাদের শিক্ষকতা জীবনে দেশ-জাতির সমৃদ্ধি অর্জনে নিরবচ্ছিন্নভাবে জ্ঞান বিতরণের মাধ্যমে দেশে দক্ষ, যোগ্য ও আলোকিত মানবসম্পদ উৎপাদন করেছেন। এ সময় তিনি অবসরগ্রহণকারী শিক্ষকদের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
আরও পড়ুন: স্কলারশিপ নিয়ে স্নাতক করুন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে
অনুষ্ঠানে সহকারী শিক্ষক জহির উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার এস এম মুনির উদ্দিন, মো. ওমর ফারুক, বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক নুরুল ইসলাম, আমিরবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মিয়া মোহাম্মদ শাহজাহান বিন আবদুল আজিজ, এলায়েন্স ইঞ্জিনিয়ারিং চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জিল্লুর রহমান, চুনতি মিরখিল সোলতান আহমদ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মহিউদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাছির আহমেদ। অবসরপ্রাপ্ত শিক্ষকদের পক্ষ থেকে স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন আহমদ হোছাইন, হোসনে আরা বেবি, মোহাম্মদ শাহজামাল, মোহাম্মদ আলী, শাহানা চৌধুরী, জবাব শাহাব উদ্দিন।
এছাড়াও অনুষ্ঠানে ২০২২ সালের শ্রেষ্ঠ শিক্ষক শিক্ষিকাদেরও সংবর্ধিত করা হয়।