১১ সেপ্টেম্বর ২০২২, ২২:৫৪

ছুটি ছাড়াই ৬ মাস স্কুলে অনুপস্থিত প্রধান শিক্ষিকা

প্রধান শিক্ষিকা তমা রায়  © সংগৃহীত

মাদারীপুরের ডাসার উপজেলায় অবস্থিত ১৪৫নং পশ্চিম শশিকর ওয়াপদার পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছুটি ছাড়াই ৬ মাস ধরে বিদ্যালয়ে অনুপস্থিত থাকার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষিকা তমা রায়ের বিরুদ্ধে।
 
বিদ্যালয় সূত্রে জানা যায়, গত ২৩ মার্চ থেকে বিদ্যালয়ে অনুপস্থিত তমা রায়। এতে এক দিকে ব্যাহত হচ্ছে পাঠদান ও শিক্ষক সংকটে ভুগছে বিদ্যালয়টি। বিদ্যালয়টিতে মোট পাঁচজন শিক্ষক রয়েছে। প্রধান শিক্ষিকা অনুপস্থিত, সহকারী এক শিক্ষিকা চিকিৎসাজনিত কারণে ছুটিতে আছেন। শিক্ষার্থীর সংখ্যা দুই  শতাধিক। বর্তমানে বিদ্যালয়ে তিনজন শিক্ষক দ্বারা পাঠদান কর্যক্রম চলছে। 

প্রধান শিক্ষিকার এলাকাবাসী বলছেন- তমা রায় ও তার পরিবার সবাই বসবাসের জন্য বাংলাদেশ থেকে ভারতে পাড়ি জমিয়েছেন।

আরও পড়ুন: শিক্ষাক্রম পাল্টে ফেলে মুখস্ত বিদ্যা দূর করার চেষ্টা করছি: শিক্ষামন্ত্রী

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জয় সরকার গণ মাধ্যমকে জানান, গত ২৩ মার্চ চিকিৎসার কথা বলে চলে যাওয়ার পর থেকে আমাদের প্রধান শিক্ষিকা আর স্কুলে আসেননি। তিনি কোনো ছুটির দরখাস্তও করেননি। মুঠোফোনে যোগাযোগে ব্যর্থ হয়ে তার মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপে চেষ্টা করেও কোনো সাড়া মেলেনি।

সহকারী থানা শিক্ষা অফিসার জাহাঙ্গীর হোসেন  গণ মাধ্যমকে জানান, আমরা বিদ্যালয়টি বেশ কয়েকবার পরিদর্শন করেছি এবং এখন পর্যন্ত তিনটি শোকজ পাঠিয়েছি। এখন আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।