প্রাথমিক শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের ফল কাল
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষার ফল আগামীকাল বৃহস্পতিবার প্রকাশ করা হতে পারে।
বুধবার (৮ জুন) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্ভরযোগ্য একটি সূত্র দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন।
ওই সূত্র জানায়, বৃহস্পতিবার (৮ জুন) দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষার ফল আগামীকাল প্রকাশ করা হতে পারে। ফল প্রকাশের সব প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। সবকিছু ঠিক থাকলে আগামীকালই ফল প্রকাশ করা হবে। প্রার্থীরা প্রথমে মুঠোফোনে এসএমএস পাবেন। এরপর অধিদপ্তরের ওয়েবসাইটে নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হবে।
ফল প্রকাশের বিষয়ে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বৃহস্পতিবার ফল প্রকাশ করা হতে পারে। আমাদের সব প্রস্তুতি শেষ।
আরও পড়ুন: বিভাগ পরিবর্তন করতে পারবে এইচএসসি পরীক্ষার্থীরা
তথ্যমতে, গত ২০ মে প্রাথমিকের দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই ধাপে ২৯টি জেলায় মোট পরীক্ষার্থী ছিল ৪ লাখ ৬৬ হাজার ১০০ জন। আর তৃতীয় ও শেষ পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ৩ জুন। এ ধাপে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪ লাখ ৪৬ হাজার ৫৯৮ জন।