প্রাথমিক শিক্ষকদের বেতন উন্নীত স্কেলে না হওয়ার কারণ জানতে চায় ডিপিই

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর   © ফাইল ফটো

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন উন্নীত স্কেলে নির্ধারণ না করার কারণ মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছে জানতে চেয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। 

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ডিপিই থেকে এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে দেশের সব জেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে চিঠি দেয়া হয়েছে।

চিঠিতে একটি ছকে কতজন শিক্ষক উন্নীত স্কেলে বেতন পাচ্ছেন আর কতজন শিক্ষক উন্নীত স্কেলে বেতন পাচ্ছেন না সে তথ্য পাঠাতে বলা হয়েছে।

ডিপিইর ওই চিঠিতে বলা হয়েছে, ২০২০ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন ১৩তম গ্রেডে উন্নীত করা হয়। এর আলোকে গত ২৬ এপ্রিল সহকারী শিক্ষকদের উন্নীত স্কেল নির্দারণ করার নির্দেশ দেয়া হয়। তবে এটি মাঠ পর্যায়ে বাস্তবায়ন হয়নি বলে শিক্ষকদের অভিযোগ ওঠে। তারই প্রেক্ষিতে এই চিঠি পাঠিয়েছে অধিদপ্তর।

 


সর্বশেষ সংবাদ