প্রাথমিকের ৩ লাখ শিক্ষক টিকা পেয়েছেন

প্রাথমিকের ৩ লাখ শিক্ষক টিকা পেয়েছেন
প্রাথমিকের ৩ লাখ শিক্ষক টিকা পেয়েছেন  © ফাইল ফটো

প্রাথমিক বিদ্যালয়ের তিন লাখের বেশি শিক্ষক করোনাভাইরাসের টিকা পেয়েছেন। আর কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে টিকা নিয়েছেন ১৩ হাজার ৬৬৩ জন। মোট ৩ লাখ ৮১ হাজার ৭৮৬ জন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর মধ্যে ৮৫ শতাংশ টিকা পেয়েছেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, সারাদেশে ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসকল বিদ্যালয়ের  ৫৫ হাজার ৪১২ জন শিক্ষক টিকা নেননি। আর কর্মকর্তা-কর্মচারীর মধ্যে টিকার বাইরে রয়েছেন ২ হাজার ৪১১ জন। অনেকে আবার টিকার জন্য রেজিস্ট্রেশন করলেও টিকা পাননি। কেউ কেউ অসুস্থতার কারণে টিকা নিচ্ছেন না।

এ প্রসঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব গোলাম মো. হাসিবুল আলম সোমবার (৬ সেপ্টেম্বর) বলেন, এ পর্যন্ত আমাদের সব শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ৮৫ শতাংশ টিকার আওতায় এসেছে। বাকি ১৫ শতাংশ গর্ভবতী, অসুস্থ ও অন্যান্য জটিলতার কারণে টিকা নেননি। ১২ সেপ্টেম্বরের আগে প্রাথমিক শিক্ষার শতভাগ টিকার আওতায় আনা সম্ভব হবে বলে জানান তিনি।


সর্বশেষ সংবাদ