মেয়েরা শিক্ষিত হলে সব জায়গায় স্থান করে নিতে পারবে

উপহার তুলে দিচ্ছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী
উপহার তুলে দিচ্ছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী  © টিডিসি ফটো

ছেলেদের মতো মেয়েদেরকে উচ্চশিক্ষা দিতে সব বাবাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

বৃহস্পতিবার (১০ জুন) আরডিআরএস চিলমারী অফিস চত্বরে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রতিমন্ত্রী।

সিডা ও প্ল্যান ইন্টারন্যাশনালের সহযোগিতায় বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস (বিবিএফজি) প্রকল্পের উদ্যোগে চ্যাম্পিয়ন বাবাদের শিখন ও অভিজ্ঞতা বিনিময় করতে সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে চিলমারী উপজেলার ৫৪জন চ্যাম্পিয়ন বাবাদের ব্যাগ ও ছাতা উপহার দেয়া হয়।

আরো পড়ুন রাত ৩টায় ক্লাস নিলেন ভিসি কলিমউল্লাহ

ছেলেদের মতো করে মেয়েদের স্বাধীনভাবে বেড়ে ওঠার সুযোগ দিতে হবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, মেয়ে শিক্ষিত হলে সব জায়গায় নিজেদের স্থান করে নিতে পারবে। মেয়েদেরকে উচ্চশিক্ষা দিতে তিনি সব বাবাদের প্রতি আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম। এতে আরও বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা সখিনা খাতুন, বিবিএফজি প্রকল্পের সমন্বয়কারী মো. আব্দুল্লাহ আল মামুন, প্রজেক্ট অফিসার রেদওয়ান সাথিল,উপজেলা সমন্বয়কারী ফারজানা ফৌজিয়াসহ অনেকে।


সর্বশেষ সংবাদ