১০ মে’র মধ্যে প্রাথমিক শিক্ষকদের ১৩তম গ্রেড বাস্তবায়নের নির্দেশ

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর  © ফাইল ফটো

আগামী ১০ মে’র মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১৩তম গ্রেড বাস্তবায়নের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। এ লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসকে নির্দেশনা দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ এপ্রিল) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে ডিপিই। এতে স্বাক্ষর করেছেন ডিপিই মহাপরিচালক আলমগীর মুহাম্মদ মনসুরুল আলম।

নির্দেশনায় বলা হয়েছে, গত বছরের ৯ ফেব্রুয়ারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন গ্রেড উন্নীত করা হয়। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আইবাস ++ সংযুক্ত করা হয়। স্নাতক বা সমমমানের ডিগ্রি সম্পন্ন শিক্ষকদের বেতন উন্নীত করণের জন্য আইবাস ++ দপ্তরকে পত্র দেয়া হয়েছে। এর পরও মাঠ পর্যায়ের উপজেলা শিক্ষা অফিস থেকে শিক্ষকদের উন্নীত বেতন স্কেলে বেতন নির্ধারণ করা হয়নি।

নির্দেশনায় আরও বলা হয়, জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসকে এ বিষয়ে প্রয়োজনীয় কার্যাবলী সম্পন্ন করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (অর্থ) বরাবর হার্ড কপি পাঠাতে হবে। এটি আগামী ১০ মে’র মধ্যে সম্পন্ন করতে হবে।


সর্বশেষ সংবাদ