লকডাউনে প্রাথমিক শিক্ষকদের বিদ্যালয়ে যেতে হবে না: ডিজি

আলমগীর মুহম্মদ মনসুরুল আলম ও প্রাথমিক লোগো
আলমগীর মুহম্মদ মনসুরুল আলম ও প্রাথমিক লোগো  © ফাইল ফটো

করোনা ভাইরাসের কারণে আগামী সোমবার (৫ এপ্রিল) থেকে সাতদিনের লকডাউনে যাচ্ছে দেশ। এই সময় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিদ্যালয়ে যেতে হবে। এই সময় শিক্ষকরা নিজ নিজ বাড়িতে অবস্থান করবেন।

শনিবার (৩ এপ্রিল) রাতে দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম।

তিনি বলেন, সোমবার থেকে যদি লকডাউন ঘোষণা করা হয়, তাহলে লকডাউন থাকাকালীন শিক্ষকদের বিদ্যালয়ে যেতে হবে না। লকডাউনে সবকিছু বন্ধ থাকবে তাহলে তারা শিক্ষাপ্রতিষ্ঠানে যোবেন কীভাবে? এছাড়া লকডাউনের কারণে আমাদের চলমান বিভিন্ন প্রকল্পগুলো স্থগিত হবে কিনা সেটি প্রজ্ঞাপন জারির পর বলতে পারব।

প্রসঙ্গত, করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামী সোমবার থেকে সাত দিনের লকডাউন ঘোষণা করা হবে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।


সর্বশেষ সংবাদ